বাংলাদেশের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

হ্যাভিয়ের ক্যাবরেরা

বাংলাদেশের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

অনলাইন ডেস্ক

নতুন কোচ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার (৮ জানুয়ারি) স্পেনের হ্যাভিয়ের ক্যাবরেরার নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী এক বছরের জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত থাকবেন। জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে’র সঙ্গে বাফুফের চুক্তি এই বছর আগস্ট পর্যন্ত থাকলেও তাকে সাফের আগে দায়িত্ব পালন থেকে দূরে রাখা হয়।

 

এরপর ভারপ্রাপ্ত হিসেবে অস্কার ব্রুজন ও ম্যারিও ল্যামোস একটি করে টুর্নামেন্ট করেন। জানুয়ারির ফিফা উইন্ডোর আগে বাফুফে জামালদের জন্য নতুন কোচ আনলো।  


আরও পড়ুন: ফের বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত


হাভিয়ের নিয়োগ পেয়েছেন ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য। বাফুফের সভায় শনিবার এ কথা জানানো হয়।

তার অধীনে এ মাসেই ইন্দোনেশিয়ায় দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি ও অন্যটি ২৭ জানুয়ারি।

হ্যাভিয়ের জেমির মতোই প্রথম জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন। এর আগে তিনি বেশিরভাগ সময় অ্যাকাডেমি দল নিয়ে কাজ করেছেন। ভারতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।  

news24bd.tv/ নাজিম