চীনে উত্তরপশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৯।
চায়না আর্থকোয়াক নেটওয়ার্কস সেন্টার –সিইএনসি এমন তথ্য জানিয়েছে। শুক্রবার মধ্যরাত এ ভূকম্পন অনুভূত হয়।
আরও পড়ুন:
তুষারঝড় আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি এলাকায়
চলে গেলেন হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা সিডনি পোয়াটির
এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা -ইউএসজিএস বলছে, চীনে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬ এবং আফটার শক ছিল ৫ দশমিক ১ মাত্রার।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল জিনিং শহর থেকে ১৪০ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ২০১০ সালে কিংহাই প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ নিহত বা নিখোঁজ হন।
news24bd.tv/এমি-জান্নাত