কৃষ্ণাঙ্গ আহমদ আরবেরি আলোচিত হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত তিন শ্বেতাঙ্গকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
শুক্রবার ট্র্যাভিস ম্যাকমাইকেল,তার বাবা গ্রেগরি ম্যাকমাইল এবং উইলিয়াম ব্রায়ানকে বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন জর্জিয়া আদালতের বিচারক। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে বিবিসি।
গ্লিন কাউন্টি আদালতের বিচারক টিমোথি ওয়োলমসলে রায়ে বলেন, মাত্র ২০ ফুট দূর থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়।
আরও পড়ুন:
তুষারঝড় আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি এলাকায়
চলে গেলেন হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা সিডনি পোয়াটির
গত বছরের ফেব্রুয়ারিতে আহমদ আরবেরি চোর ভেবে ধাওয়া করেন অভিযুক্তরা। একপর্যায়ে আহমদকে লক্ষ্য করে গুলি করেন। আদলত জানান, এ ঘটনার মাধ্যমে অপরাধীরা নিজেরাই আইন হাতে তুলে নিয়েছেন। তবে আসামিদের পক্ষের আইনজীবীর দাবি, ইচ্ছাকৃতভাবে ওই কৃষ্ণাঙ্গ যুবককে হত্যা করেননি তারা।
বিচারক দুই ম্যাকমাইকেলকে প্যারোল ছাড়াই যাবজ্জীবন সাজা দেওয়ার নির্দেশ দেন। ব্রায়ানকে প্যারোলে সুযোগ দেওয়া হয়, তবে প্রথমে তাকে কমপক্ষে ৩০ বছর কারাগারে থাকতে হবে
news24bd.tv/এমি-জান্নাত