শীতের এই মৌসুমে উত্তরাঞ্চল-পূর্বাঞ্চলে তীব্র শীত ও ভারি কুয়াশা বিরাজ করছে। এরই মধ্যেই নতুন বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর। আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি মধ্যে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় তারা।
এছাড়া ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
তুষারঝড় আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি এলাকায়
চলে গেলেন হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা সিডনি পোয়াটির
আগামীকাল রোববার রাতের তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে।
গত ২ জানুয়ারি চলতি মাসের পূর্বাভাস দিতে বৈঠকে বসে আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। সেখান থেকেই জানুয়ারি মাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
news24bd.tv/এমি-জান্নাত