এবার ভারতের সংগীতজগতেও পড়লো করোনার থাবা। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত গায়ক অরিজিৎ সিং। নিজেই সে কথা জানান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। জানালেন তার স্ত্রীও কোভিড পজিটিভ।
শনিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় অরিজিৎ সিং ফেসবুকে লেখেন, আমি এবং আমার স্ত্রী কোভিড পজিটিভ হয়েছি। আমরা সবাই পুরোপুরি ভালো আছি এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছি।
আরও পড়ুন:
বাংলাদেশের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা
ফের বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত
উল্লেখ্য, গত বছরই করোনায় মাকে হারিয়েছেন অরিজিৎ। করোনা মুক্ত হওয়ার পরও তিনি অসুস্থ ছিলেন। একাধিক কো-মর্বিডিটি থাকায় একমো সাপোর্টে রাখা হয়েছিল তাকে। কিন্তু শেষপর্যন্ত লড়াইয়ে জেতা যায়নি।