রাত পোহালেই ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। প্রথম টেস্ট জিতে বাংলাদেশ এমনিতেই ১-০ ব্যবধানে এগিয়ে। টাইগারদের সামনে এবার আরেকটি ইতিহাস গড়ার হাতছানি।
ক্রাইস্টচার্চ টেস্টে হার এড়াতে পারলেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে কোনো সিরিজ জয়ের অভূতপূর্ব স্বাদ পাবে বাংলাদেশ।
ম্যাচের আগের দিন আজ শনিবার (৭ জানুয়ারি) বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তাসকিন আহমেদ বলেন, সবার মানসিকতা এবং প্রস্তুতির দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। আমরা আমাদের সেরাটা উজাড় করে দেব। অবশ্যই জয়ের জন্য খেলব। আপনারা সবাই সাপোর্ট করবেন এবং দোয়া করবেন যাতে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভালো ফলাফল এনে দিতে পারি।
আরও পড়ুন:
বাংলাদেশের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা
ফের বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত
বাংলাদেশ সময় রোববার (৯ জানুয়ারি) ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি নিয়ে সবারই বাড়তি আগ্রহ আছে।