দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দুই জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ২৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২০ জন।
আরও পড়ুন:
বাংলাদেশের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা
ফের বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত
প্রতিবেদনে আরও বলা হয়, ১ জানুয়ারি ২০২২ থেকে ৮ জানুয়ারি ২০২২ পর্যন্ত সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৬৪ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ১৬ জন। নতুন বছরে মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছে শূন্য।