ফের চীন সফরে গেলেন কিম

উত্তর কোরিয়ার নেতা নেতা কিম জং-উন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

ফের চীন সফরে গেলেন কিম

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফের দুই দিনের চীন সফরে গেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন। গত সপ্তাহে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়ে কিম চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-কে অবহিত করবেন বলে ধারণা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মাথায় তিনি চীনে গেলেন। চলতি বছর এটি কিমের তৃতীয় চীন সফর।

কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণভাবে পরমাণু অস্ত্রমুক্ত করতে কিমের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন ট্রাম্প। তিনি উত্তর কোরিয়াকে নিরাপত্তার নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে কোরীয় উপদ্বীপে ‘যুদ্ধের খেলা’ বন্ধের কথাও বলেছেন।

আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে চীন।

একই সঙ্গে তারা সহযোগিতার প্রস্তাব দিয়েছে।

উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনীতিক ও অর্থনৈতিক মিত্র চীন। কিমের এবারের চীন সফরের কথা আগেভাগেই ঘোষণা করেছে বেইজিং। আগে দেখা গেছে, কিম চীন ছাড়ার পরই কেবল তার সফরের বিষয়টি গণমাধ্যমে জানানো হতো। নিরাপত্তা সংক্রান্ত কারণেই সফরের কথা বিলম্বে ঘোষণা করা হতো বলে ধারণা করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর