টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সংগৃহীত ছবি

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। শনিবার দিবাগত রাত চারটায় শুরু হয়েছে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।

তবে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশ দলকে প্রথম সেশন কাটাতে হয়েছে উইকেটশূন্য থেকেই।

ল্যাথামের অর্ধশতকের পর ২৫ ওভারে প্রথম সেশনে ৯২ রান তুলে ফেলেছে কিউইরা।

অধিনায়ক টম লাথাম ৬৬ এবং উইল ইয়ং ২৬ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।

অবশ্য কিউই দলপতি ফিরতে পারতেন ইনিংসের নবম ওভারেই। মুমিনুল ম্যাচে প্রথমবারের মতো বোলিংয়ে আনেন প্রথম টেস্টের নায়ক ইবাদত হোসেনকে। তার এক ওভারেই দুইবার রিভিউ নিয়ে বেঁচে গেছেন লাথাম।

এদিকে ম্যাচে দুই পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। হাতে আগেই চোট থাকায় ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়। এছাড়াও গ্রোইং ইনজুরির কারণে শেষ মুহুর্তে এসে একাদশ থেকে ছিটকে গেছেন মুশফিক। তবে দুইজনের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাইম ও  নুরুল হাসান সোহান। এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হলো মোহাম্মদ নাইমের। এছাড়াও দলে তিন পেসার নিয়ে এই ম্যাচে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

এই টেস্টটি ড্র করতে পারলেই বাংলাদেশ গড়বে অনন্য কীর্তি। প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

আরও পড়ুন:


 

কূটনীতিকদের বুস্টার ডোজ শুরু আজ


উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। যা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট জয়। এমনকি নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে ৩৩টি প্রচেষ্টায় প্রথম জয়ের স্বাদ পায় টাইগাররা।

news24bd.tv রিমু