আপিল বিভাগে নিয়োগ দেওয়া হল ৪ বিচারপতি

ফাইল ছবি

আপিল বিভাগে নিয়োগ দেওয়া হল ৪ বিচারপতি

অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সরকার ৪ বিচারপতি নিয়োগ দিয়েছে। শনিবার (৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাদের আপিল বিভাগে নিয়োগ দেন।

রোববার (৯ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

বাংলাদেশের সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।

সর্বোচ্চ আদালতে নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

সকাল সাড়ে ১০টায় তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফআরএম নাজমুল আহাসান, বিচারপতি কৃষ্ণা দেবনাথকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।

এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। ’

উল্লেখ্য চার জন নিয়োগ পাওয়ায় আপিল বিভাগে এখন মোট বিচারকের সংখ্যা হলো আট জন।

আরও পড়ুন


নারায়ণগঞ্জে ট্রলারডুবি: মা-মেয়েসহ ৪ জনের মরদেহ উদ্ধার

news24bd.tv এসএম