শৈলকুপায় প্রতিবন্ধী স্কুল ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

শৈলকুপায় প্রতিবন্ধী স্কুল ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ 

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিবন্ধী বিদ্যালয় ভাংচুরের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার সকালে উপজেলার ভাটই বাজারে এ কর্মসূচি পালন করে ভাটই অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে বিদ্যালয়টির শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী অভিভাবকরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক রিজভী আহমেদ, সালমা খাতুন, আয়েশা খাতুন, কোহিনুর খাতুন, অভিভাবক নির্জল হোসেন, মতিয়ার রহমান, আনোয়ারুল ইসলামসহ অন্যান্যরা।

আরও পড়ুন:


মুক্ত স্বদেশে জাতির পিতা: টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে কাল

কূটনীতিকদের বুস্টার ডোজ শুরু আজ


এসময় বক্তারা অভিযোগ করেন, উপজেলার দুধসর ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। গত শুক্রবার গভীর রাতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী টিএ রাজুর সমর্থকরা বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান তারা।

news24bd.tv রিমু