ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা

সংগৃহীত ছবি

ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক

ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। শনিবার দেশটির নির্বাচন কমিশন উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর এবং গোয়া রাজ্যে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে।

আসছে ১০ ফেব্রুয়ারি শুরু হবে ভোট গ্রহণ পর্ব। কমিশন জানিয়েছে, উত্তর প্রদেশে সাত দফায় এবং মণিপুরে দুই দফায় ভোট হবে।

পাঞ্জাব, উত্তরাখন্ড ও গোয়ায় ভোট হবে এক দফায়।

পাঁচ রাজ্যের ভোটগ্রহণ শেষ হলে একযোগে ভোট গণনা হবে আগামী ১০ মার্চ। তবে নির্বাচন কমিশন কোভিড প্রটোকল মেনে ভোটগ্রহণের কথা বললেও করোনা সংক্রমণের হার আরও বাড়বে বলে অনেকেই মনে করছেন।

নির্বাচন কমিশন বলছে, পাঁচ রাজ্যেই ভ্যাকসিনেশন ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে।

দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিদেরই ভোটের কাজে লাগানো হবে। ভিড় এড়ানোর বিভিন্ন পদক্ষেপের কথাও বলা হয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত