বিএনপির সংলাপে অংশ নেওয়া নিয়ে যা বললেন কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বিএনপির সংলাপে অংশ নেওয়া নিয়ে যা বললেন কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশন গঠনে আইন হওয়া উচিত বলে মনে করছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

রোববার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে আইন হওয়া উচিত। না হলে রাষ্ট্রপতি যেন নিজেই নির্বাচন কমিশন গঠন করেন সে বিষয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে।

‌‘নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির জন্য কোনো নাম প্রস্তাব করা হয়নি।

সেই সঙ্গে সিটি করপোরেশনের নিচে কোনো নির্বাচন দলীয় প্রতীকে না হওয়ার জন্য রাষ্ট্রপতিকে প্রস্তাব দেওয়া হয়েছে’ বলেন বঙ্গবীর।

বিএনপির সংলাপে অংশগ্রহণের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, বিএনপির নির্বাচন ও সংলাপে অংশ নেওয়া উচিত। মতের মিল না হলেই মত প্রকাশ বন্ধ করা উচিত না।

আরও পড়ুন:


টিকা ছাড়া স্কুলে যাওয়া বন্ধ

রোহিঙ্গা ক্যাম্পে আগুন


 

news24bd.tv/ তৌহিদ