পিরোজপুরে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট চলছে

বাস মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

বাস চালককে আটকে রেখে মারধর

পিরোজপুরে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট চলছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে বাস চালককে মারধরের ঘটনাটি আজও মিমাংসা না হওয়ায় বাস মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট আজ ৬ষ্ঠ দিনের মত চলছে। ফলে পিরোজপুর থেকে ৫টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এসব রুটের কয়েক হাজার যাত্রী।  

যাত্রীরা বলছে, বাস বন্ধ থাকায় পিরোজপুর থেকে ১৩০ টাকা ভাড়া।

অনেক বাড়তি টাকা খরচ করে গন্তব্যে যেতে হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চান যাত্রীরা।  

আরও পড়ুন: ইমরানের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা জানালেন প্রভা!

এদিকে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, বরিশাল টু খুলনা রুটে বেশকিছু অবৈধ বাস চলাচল করে। এ বিষয়ে বাধা দিলেই একটি পক্ষ সমস্যা তৈরি করে।

এরই জের ধরে গত ৪ জানুয়ারি পিরোজপুরের এক বাস চালককে মারধর করা হয়। এটির বিচার না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট চলবে।

news24bd.tv/ কামরুল