টাকা পরিশোধের জন্য চীনের কাছে সময় চেয়েছে শ্রীলঙ্কা

সংগৃহীত ছবি

টাকা পরিশোধের জন্য চীনের কাছে সময় চেয়েছে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

অর্থনৈতিক বিপর্যয়ের মুখে থাকা শ্রীলঙ্কা ঋণের টাকা পরিশোধের জন্য চীনের কাছে সময় চেয়েছে।

দেশটিতে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে অর্থ পরিশোধের এই সময় সীমা বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান।  

রবিবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশটির অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করার জন্য চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার সবচেয়ে বড় ঋণদাতা দেশ হয়ে উঠেছে চীন।

অবকাঠামোগত উন্নয়নের জন্য কয়েক বিলিয়ন ডলার ঋণ নিয়েছে দেশটি। তবে ঋণের বিষয়ে এখনো চীনের কাছ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:

দীর্ঘ কয়েক মাসের চেষ্টায় সন্তানকে ফিরে পেল বাবা-মা

এর আগে গত সপ্তাহেই রাজাপাকশে সরকার অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক রেটিংস অ্যাজেন্সিগুলো। করোনার কারণে পর্যটন নির্ভর অর্থনীতির দেশটিতে খাবার নিশ্চিতের জন্য চালু করা হয়েছে রেশনিং ব্যবস্থা।

সংকট দেখা দিয়েছে দৈনন্দিন পণ্যের।

চীন তার বেল্ট অ্যান্ড রোড বৈশ্বিক অবকাঠামো উদ্যোগে শ্রীলঙ্কাকে একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক হিসেবে বিবেচনা করে।

news24bd.tv/এমি-জান্নাত  

এই রকম আরও টপিক