বিস্ফোরক মামলায় বিএনপির ১০ নেতাকর্মীর কারাদণ্ড

প্রতীকী ছবি

বিস্ফোরক মামলায় বিএনপির ১০ নেতাকর্মীর কারাদণ্ড

অনলাইন ডেস্ক

বিস্ফোরক আইনে করা ২০১৩ সালের মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১০ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার আদালত-৯ এর বিচারক আমিরুল ইসলাম এই রায় দেন।

এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৪ জনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন চন্দ্র, মো. জসিম, মো. আমিনুল ইসলাম, সোহেল, কাওসার, জুয়েল, আ. রহমান, শহীদ, মহসীন ও লিটন।  

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- ইসমাইল হোসেন, আজাদ হোসেন, বকুল হোসেন, নজরুল ইসলাম, আলতাফ হোসেন, জামাল, জিলাপী বাচ্চু, চিকু জামাল ওরফে চিকনা জামাল, জলিল, শামীম, কালা বাচ্চু, সিরাজুল ইসলাম, ফিরোজ খান ও আব্দুস সালাম।  

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর কারিমা আক্তার এসব তথ্য জানান।

২০১৩ সালের ১৬ নভেম্বর ভাষানটেক থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম নাশকতার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করেন।

 

আরও পড়ুন: ইমরানের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা জানালেন প্রভা!

news24bd.tv/ কামরুল