বিপিএল মাঠে গড়াচ্ছে ৩ ফেব্রুয়ারি

বিপিএল মাঠে গড়াচ্ছে ৩ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর পেশাদার লিগ কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ মাসেই রয়েছে ফিফা প্রীতি ম্যাচ।

আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বালিতে হবে ম্যাচ দু’টি।  

জাতীয় দলের নব-নিযুক্ত স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে দল যাতে কিছুদিন অনুশীলনের সুযোগ পায়, সেই ভাবনাতেই লিগ আগামী মাসে নেওয়া হয়েছে।  

সভা শেষে এ তথ্য জানান লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শদী।  


আরও পড়ুন: 

নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াত নৌকাকে ডোবানোর ক্ষমতা রাখে না: শামীম ওসমান

পিরোজপুরে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট চলছে

১৫ দিন বঙ্গোসাগরে ভাসছিল ২০ জেলে


তিনি বলেন, নতুন কোচ যাতে কয়েকদিন অনুশীলন করাতে পারেন, তাই ক্লাবগুলার অনুরোধে লিগ কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া ক্লাবগুলো পূর্ণ সূচি ও ভেন্যু চেয়েছে। যা ঠিক করতে কয়েকদিন সময় লাগবে।

রাজধানী ঢাকার কাছাকাছি ৬ ভেন্যুতে এবার বিপিএলের খেলা হবে। তবে ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি লিগ কমিটি। তারা পরবর্তী সভাতে তা চূড়ান্ত করবে বলে জানান সালাম মুর্শেদী।

news24bd.tv/ নাজিম