সীমান্ত এলাকার মানুষের দুদেশে চলাচলে স্বল্পমেয়াদী বিশেষ কার্ড চালুর উদ্যোগ

অনলাইন ডেস্ক

সীমান্ত এলাকার মানুষের দুদেশে চলাচলে স্বল্পমেয়াদী বিশেষ অনুমতিপত্র চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এরইমধ্যে এমন একটি প্রস্তাবনা বিএসএফ ও ভারত সরকারের কাছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম।

সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুরে বিজিবির শীতকালীন মহড়া পরিদর্শনে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ-ভারতের যেসব এলাকায় সীমান্ত রয়েছে এদের অনেক আত্মীয় দুই পাড়েই বাস করেন। ফলে বিভিন্ন উৎসবে এদের যাতায়াত বহু বছর ধরে।

এখন সীমানা হওয়ায়, পাসপোর্ট ও ভিসা ছাড়া ওপারে গেলে সেটা অবৈধ অনুপ্রবেশ।  

আরও পড়ুন:

টাকা পরিশোধের জন্য চীনের কাছে সময় চেয়েছে শ্রীলঙ্কা

দীর্ঘ কয়েক মাসের চেষ্টায় সন্তানকে ফিরে পেল বাবা-মা

এজন্য বিষয়টি নিয়ে বিজিবি যাচাই-বাছাই করছে। যদি এই স্বল্পমেয়াদী অনুমতিপত্র চালু করা হয় তাহলে সীমান্ত অপরাধ অনেকটাই কমানো সম্ভব বলেও জানান তিনি।

news24bd.tv/আলী