কোচিং সেন্টারের ছাদ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কোচিং সেন্টারের ছাদ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে কোচিং সেন্টারের ছাদ থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরীর নাম রহিমা আক্তার। সে এরশাদনগর ৩ নম্বর ব্লকের ওই ভবনের নিচতলায় কোচিং করতেন।

সোমবার (১০ জানুয়ারি) ওই ভবনের ছাদ থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হোসেন। তিনি জানান, বরিশাল জেলার হিজলা থানার চড়দিবুয়া গ্রামে বাড়ি রহিমার। সে পরিবারের সঙ্গে টঙ্গীর এরশাদনগর ৩ নম্বর ব্লকে ভাড়া থাকতেন। আর পড়ালেখা করতো স্থানীয় টি ডি এইচ সরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে।

তিনি আরও জানান, সোমবার দুপুরে কোচিং করতে ওই ভবনে যায় রহিমা। ক্লাস চলাকালে কোনো এক সময় সে ভবনের ছাদে উঠে। বিকেলের দিকে ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ভবনের লোকজনকে তা জানায়। ততক্ষণে ছড়িয়ে পড়ে পোড়া গন্ধ। ভবনের লোকজন ছাদে গিয়ে রহিমাকে এগারো হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে থাকতে দেখে। পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে।

এসআই রাজিব বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন


নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আজ

news24bd.tv এসএম