বিশ্বে একদিনে করোনা সংক্রমণ ২৩ লাখ ৩৫ হাজার ছাড়াল

প্রতীকী ছবি

বিশ্বে একদিনে করোনা সংক্রমণ ২৩ লাখ ৩৫ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক

গেল ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমণ হয়েছে ২৩ লাখ ৩৫ হাজারের বেশি। প্রাণ হারিয়েছে ৩ হাজার ৯১৮ জন। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্ত ৩১ কোটি ছাড়িয়েছে। আর প্রাণহানি হয়েছে ৫৫ লাখ ১১ হাজারের বেশি।

 

তবে বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ।

ওমিক্রন ভ্যারিয়েন্টের ঢেউ ছড়ানোর পর গেল ২৪ ঘণ্টায় যুক্তরাষ্টে শনাক্ত ৫ লাখ ৪৫ হাজার বেশি করোনা রোগী। প্রাণহানি হয়েছে ৮শ’ ৯২ জনের। যুক্তরাজ্যে পূর্বদিনের চেয়ে কিছুটা কমেছে সংক্রমণ।

আক্রান্ত হয়েছে ১ লাখ ৪২ হাজারের অধিক।

সংক্রমণ কমার একই চিত্র দেখা গেছে ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রাজিলে।

এদিকে, প্রাণঘাতী এই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার এক টুইট বার্তায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন:


চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণে নিহত যুবক


অন্যদিকে, দৈনিক সংক্রমণের হার আরও বেড়ে ৩৭ শতাংশ ছাড়িয়ে গেছে পশ্চিমবঙ্গে। সোমবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে ঠিকই, তবে একই সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে কোভিড পরীক্ষাও প্রায় ২০ হাজার কমে গেছে।

news24bd.tv রিমু