কাজাখস্তান সরকারকে সহায়তার অঙ্গীকার চীনের

ছবি: ইউএনবি

কাজাখস্তান সরকারকে সহায়তার অঙ্গীকার চীনের

অনলাইন ডেস্ক

কাজাখস্তানে সাম্প্রতিক অস্থিরতার নিন্দা জানিয়েছে চীন। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কাজাখস্তানের সরকারবিরোধী বিক্ষোভকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছেন।

একইসঙ্গে তিন অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে দেশটিকে সহায়তার অঙ্গীকার করেছেন তিনি। এই তিন শক্তি হচ্ছে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং ধর্মীয় চরমপন্থা।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, কাজাখস্তানে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির পাশে থাকারও প্রতিশ্রুতি দেন ওয়াং ই। গতকাল সোমবার কাজাখ পররাষ্ট্রমন্ত্রী মুখতার তেলুবের্দির সঙ্গে ফোনে কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এর আগে কাজাখ কর্তৃপক্ষও সাম্প্রতিক গণবিক্ষোভের জন্য বিদেশি হস্তক্ষেপের দিকে ইঙ্গিত করেছিল। তবে সুস্পষ্টভাবে কোনও দেশের নাম জানায়নি তারা।

আরও পড়ুন:


 

বিশ্বে একদিনে করোনা সংক্রমণ ২৩ লাখ ৩৫ হাজার ছাড়াল


উল্লেখ্য, পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি দাম বৃদ্ধির বিরুদ্ধে গত সপ্তাহে কাজাখস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। আটক হয়েছে হাজারেরও বেশি। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও তা বিস্তৃত হয়ে সহিংসতা ছড়িয়ে পড়ে দেশজুড়ে।

news24bd.tv রিমু