গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি বাসাবাড়ির ২৫টি কক্ষ পুড়ে গেছে। সোমবার (১০ জানুয়ারি) রাতে এ আগুন লাগে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে বাসন সড়ক এলাকায় প্রথমে একটি বাড়িতে আগুন লাগে।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াত নৌকাকে ডোবানোর ক্ষমতা রাখে না: শামীম ওসমান
পিরোজপুরে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট চলছে
১৫ দিন বঙ্গোসাগরে ভাসছিল ২০ জেলেপরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এরই মধ্যে আগুনে ওই তিনটি বাসাবাড়ির ২৫টি কক্ষে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।