করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর আইসিইউতে

উপমহাদেশের কিংবদন্তিতুল্য সংগীত শিল্পী লতা মঙ্গেশকর

করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর আইসিইউতে

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন উপমহাদেশের নন্দিত গায়িকা লতা মঙ্গেশকর। হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে তার চিকিৎসা চলছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে কলকাতার প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, সংবাদসংস্থা এএনআইকে কিংবদন্তি এই গায়িকার পরিবারের সদস্য রচনা বলেছেন, ‘‘উনি আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ। দয়াকরে তার জন্য প্রার্থনা করবেন।

’’


আরও পড়ুন:

নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বিএনপির সমাবেশে দাওয়াত পাননি মেয়র আরিফ


ভারতীয় সংগীতের এই জীবন্ত কিংবদন্তি ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মেছিলেন। কিন্তু তার সংগীত ভারত ছাপিয়ে তাকে পৌঁছে দিয়েছে বিশ্বসংগীতের দরবারে।

news24bd.tv/ নাজিম