বসুন্ধরা এলপি গ্যাসের খুচরা বিক্রেতাদের নিয়ে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে বসুন্ধরা এলপি গ্যাস রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে স্থানীয় অমৃতময়ী মিলনায়তনে এই রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা এলপি গ্যাসের কপিলমুনি এরিয়ার এক্সক্লুসিভ পরিবেশক বাবুল এন্টারপ্রাইজ এই অনুষ্ঠানের আয়োজন করে। রিটইলার সম্মলনে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস্ ইঞ্জিনিয়ার মোঃ জাকারিয়া জালাল।
তৃণমূলের খুচরা বিক্রেতাদের উৎসাহিত করতে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে সারাদেশে ২৪টি পরিবেশক এরিয়ায় এই রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন
এসপি অফিসে অনশনে বসেই নির্বাচন পরিচালনা করবো: তৈমূর
news24bd.tv এসএম