ক্রাইস্টচার্চ টেস্টে এসে মুদ্রার উল্টা পিঠ দেখলো বাংলাদেশ। মাউন্ট ম্যাঙ্গানুই টেস্টে একক আধিপত্য দেখানো টাইগাররা এই টেস্টে এসে অসহায়ত্ব বরণ করেছে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের গড়া ৫২১ রানের বিপরীতে ১২৬ রানে গুটিয়ে যায় মুমিনুল হকরা।
মাত্র ১২৬ রানে অলআউট হওয়ার পর ইনিংস পরাজয় এড়াতেই করতে হতো আরও ৩৯৫ রান।
ম্যাচ শেষে নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম বলেন, এ ম্যাচে আমাদের মূল উদ্দেশ্য ছিল নিখুঁত পারফরম্যান্স করা। এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে, দুর্বলতা কাটিয়েছি। ফলে আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি।
আরও পড়ুন:
নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
বিএনপির সমাবেশে দাওয়াত পাননি মেয়র আরিফ
তিনি বলেন, আমরা প্রতিপক্ষকে ব্যাট এবং বল উভয় দিকে চাপ দিতে চেয়েছিলাম। যেটি আমরা পেরেছি। আমরা প্রথম ইনিংসে একটি বড় সংগ্রহ করেছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এ ম্যাচে আমাদের মতো করে খেলতে সক্ষম হয়েছি। প্রথম টেস্টে আমরা ভালো খেলতে পারিনি, ওই টেস্টে কৃতিত্ব বাংলাদেশের।
কিউই অধিনায়ক আরও বলেন, আমাদের পেস বোলাররা ভালো বল করেছেন, ফলে আমরা সফল হয়েছি।