ঢাকার ধামরাইয়ে অটোরিকশায় ট্রাকের চাপায় মোছা. কামরুন্নাহার (৫৩) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
কামরুন্নাহার উপজেলার কুশুরা ইউনিয়নের কান্টাহাটি গ্রামের মৃত কাশেম আলীর মেয়ে। তিনি কান্টাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ জানায়, গতকাল রাতে উপজেলার কুশুরা থেকে অটোরিকশায় করে একাই যাচ্ছিলেন কামরুন্নাহার।
আরও পড়ুন: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর আইসিইউতে
নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
বিএনপির সমাবেশে দাওয়াত পাননি মেয়র আরিফ
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় সকালে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।