মারা গেলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট

ফাইল ছবি

মারা গেলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড স্যাসোলি মারা গেছেন। গেল দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অসুস্থ ছিলেন ইতালীয় এই সাবেক সাংবাদিক এবং মধ্য-বামপন্থী রাজনীতিবিদ।

রোগ প্রতিরোধ ক্ষমতায় মারাত্মক জটিলতার কারণে গেল মাসে স্যাসোলি ইতালির একটি হাসপাতালে ভর্তি হন। এক টুইটবার্তায় তার মুখপাত্র রবার্তো সুইলো জানান, মঙ্গলবার ভোরে মারা গেছেন ৬৫ বছর বয়সী প্রেসিডেন্ট।

২০২১ এর সেপ্টেম্বরে স্যাসোলিকে স্ট্রাসবার্গের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তীব্র নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হয় তাকে। নভেম্বরে ফের রাজনৈতিক কর্তব্য পালন শুরু করেন স্যাসোলি। ইউরোপীয়ান পার্লামেন্টের প্রেসিডেন্টের পদে ফের নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছিলেন তিনি।

ফলে চলতি মাসের শেষের দিকে তার বিকল নির্বাচিত করার পরিকল্পনা আগে থেকেই রয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত