টানা চতুর্থ মেয়াদের জন্য শপথ নিয়েছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট

ফাইল ছবি

টানা চতুর্থ মেয়াদের জন্য শপথ নিয়েছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট

টানা চতুর্থ মেয়াদের জন্য শপথ নিয়েছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা। আর সোমবার এই শপথের কয়েক ঘন্টা আগেই নিকারাগুয়ার সরকার সংশ্লিষ্ট কয়েক ব্যাক্তির উপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গেল বছরের ৭ নভেম্বরের নির্বাচনে ওর্তেগা বিজয়ী হন। সোমবার সন্ধ্যায় তার শপথ অনুষ্ঠান বেশিরভাগ পশ্চিমা এবং আঞ্চলিক দেশ বর্জন করে।

তবে সমর্থন প্রদর্শনে অনুষ্ঠানটিতে যোগদান করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডায়াজ ক্যানেলের মতো বামপন্থী নেতারা। সম্প্রতি নিকারাগুয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা চীনও শপথ অনুষ্ঠানে প্রতিনিধি পাঠায়।

আরও পড়ুন:

মারা গেলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট

ইইউ ও মার্কিন নিষেধাজ্ঞার জবাবে ওর্তেগা তার ভাষণে বলেন, এ নিধেধাজ্ঞা আরোপের কতৃত্ব যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেই। তারা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় বলেও মন্তব্য করেন তিনি।

news24bd.tv/এমি-জান্নাত