সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের করোনা শনাক্ত

প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্দি, কাশি ও দুর্বলতা দেখা দেওয়ায় সোমবার তিনি নমুনা পরীক্ষা করান। মঙ্গলবার তার পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছে।

হিন্দুস্থান টাইমস জানায়, গত ২ জানুয়ারি বইমেলা উদ্বোধনের জন্য মালদা গেছিলেন তিনি।

যদিও করোনা আবহের কারণে সেই বইমেলা স্থগিত হয়ে গেছে। এরপর বাড়ি ফিরে শারীরিক দুর্বলতা ও সর্দি কাশি দেখা দেয়। পরে করোনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মেয়ে দেবলীনা মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ আগে শীর্ষেন্দুবাবুর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়।

তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আগের চেয়ে ভালো আছেন।

আনন্দবাজারের খবরে বলা হয়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

আরও পড়ুন: 

‌‘টিকার সনদ দেখিয়ে রেস্তোরাঁয় খাবার’, প্রতিবাদ রেস্তোরাঁ মালিক সমিতির

বাণিজ্যমেলা চলবে কিনা জানা গেল

news24bd.tv তৌহিদ