দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় বন্যায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। বাস্তুহারা হয়েছে হাজারো মানুষ। ভারি বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বেশ কিছু এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন ৫০ হাজার বাসিন্দা।
দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় এলাকায় ভারী ভারি বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি নদীর পানি উপচে পড়ায় কয়েক শতাধীক ঘরবাড়ি ভেসে গেছে। ঘটছে হতাহতের ঘটনা। বিজ্ঞানীদের ধারণা, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় এলাকাগুলোতে বন্যা ও খরা পরিস্থিতি দিনে দিনে অবনতি হচ্ছে।
আরও পড়ুন:
টানা চতুর্থ মেয়াদের জন্য শপথ নিয়েছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট
মারা গেলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট
করোনার আঁধারে ঘেরা দিল্লি মঙ্গলবার ছিল ঘন কুয়াশায় ঢাকা। তবে এবারের শীতের দিল্লিতে রেকর্ড বৃষ্টি হয়েছে। তীব্র শৈত্যপ্রবাহের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ঘটনাও ঘটছে। পাঞ্জাবে জেঁকে বসেছে তীব্র কুয়াশা। কাঁপছে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
news24bd.tv/এমি-জান্নাত