বৃটেনে মিললো সি ড্রাগন- ইকথিয়োসরের জীবাশ্ম

সংগৃহীত ছবি

বৃটেনে মিললো সি ড্রাগন- ইকথিয়োসরের জীবাশ্ম

ডেস্ক রিপোর্ট

বৃটেনে সন্ধান মিলেছে সি ড্রাগন- ইকথিয়োসরের জীবাশ্ম। আর এটিই দেশটির মিডল্যান্ডে আবিষ্কৃত সবচেয়ে বড় এবং সম্পূর্ণ ইকথিয়োসরের জীবাশ্ম।

একসময় পৃথিবীর স্থলে রাজত্ব ছিল ডাইনোসরদের। আর জলে দাপিয়ে বেড়াত ইকথিয়োসররা।

তবে গল্প, উপন্যাস এবং মুভিতে ডাইনোসর নিয়ে সাধারণ মানুষের যে কৌতূহল দেখা যায়, ইকথিয়োসরকে নিয়ে তেমন উৎসাহ দেখা যায় না। তাই বলে ডাইনোসরদের চেয়ে কোনও অংশে কম ছিল না এই ইকথিয়োসর।

ইকথিয়োসর ডলফিনের মতো আকারে বড় সামুদ্রিক স্বরীসৃপ ছিলো। ২৫ মিটার পর্যন্ত দীর্ঘ হতো।

এবার ১০মিটার দীর্ঘ ইকথিয়োসরের জীবাশ্ম রুটল্যান্ডে আবিস্কৃত হয়েছে। এটি ১৮০০ লক্ষ বছর পূরনো বলে মনে করা হয়।

আরও পড়ুন:

টানা চতুর্থ মেয়াদের জন্য শপথ নিয়েছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট

মারা গেলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট

লিসেস্টারশায়ার এবং রুটল্যান্ড ওয়াল্ডলাইফ ট্রাস্টের সংরক্ষণবিদ জো ডেভিস সন্ধান পান এটির । এটিই যুক্তরাজ্যের ইকথিয়োসর নামে প্রাণীর পাওয়া ফসিলের সবচেয়ে বড় এবং সম্পূর্ণ জীবাশ্ম।

বড় চোখ এবং দাঁত থাকার কারণে সামুদ্রিক ড্রাগন হিসাবে পরিচিত, ইকথিয়োসর প্রায় ৯০০ লাখ বছর আগে বিলুপ্ত হয়েছিল।

news24bd.tv/এমি-জান্নাত  

এই রকম আরও টপিক