বরিশাল নদীবন্দরে এমভি সুরভী-৯ লঞ্চে দুই সাংবাদিক নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সাংবাদিকদের সমবেদনা জানিয়ে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সুরভী নেভিগেশন কর্তৃপক্ষ।
এ ঘটনায় এরই মধ্যে প্রধান অভিযুক্ত সুরভী নেভিগেশনের ম্যানেজার মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জড়িত অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তারা।
আরও পড়ুন: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর আইসিইউতে
নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
বিএনপির সমাবেশে দাওয়াত পাননি মেয়র আরিফ
গেল রবিবার বরিশাল নদী বন্দরে ঢাকা থেকে আগত সুরভী-৯ লঞ্চে শ্রমিকদের হাতে যাত্রী নির্যাতনের ভিডিওচিত্র ধারন করতে গিয়ে মারধরের শিকার হন দুই সাংবাদিক।