পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় থ্রি-হুইলারের ধাক্কায় এরশাদ হোসেন জুলফিকার (৫৪) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। আজ সকালে আজিজনগর রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার, তেঁতুলিয়া সদর ইউনিয়নের মাথাফাটা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। তিনি বুড়াবুড়ি মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
আরও পড়ুন: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর আইসিইউতে
নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
বিএনপির সমাবেশে দাওয়াত পাননি মেয়র আরিফ
পুলিশ ও স্থানীয়রা জানান, শিক্ষক এরশাদ হোসেন জুলফিকার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল করে তেতুলিয়া শিক্ষা অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে আজিজনগর রোডে একটি থ্রি হুইলারের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় রাস্তার পড়ে গিয়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রংপুর যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া দুর্ঘটনায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।