গুগল ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে জরিমানা করেছে ফ্রান্স। অনলাইন ট্র্যাকার প্রত্যাখান প্রক্রিয়া জটিল করায় এই জরিমানা গুণতে হলো প্রতিষ্ঠান দুটিকে।
সব মিলিয়ে গুগল ও ফেসবুককে ২ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ফ্রান্সের বাজার পর্যবেক্ষক সংস্থা। দেশটির ডেটা গোপনীয়তা পর্যবেক্ষকের অভিযোগ, তারা ব্যবহারকারীদের জন্য কুকি প্রত্যাখানের প্রক্রিয়া বেশি জটিল করেছে।
আরও পড়ুন:
টানা চতুর্থ মেয়াদের জন্য শপথ নিয়েছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট
মারা গেলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট
এছাড়া তিন মাসের মধ্যে পর্যবেক্ষকের নির্দেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে বিলম্বের জন্য উভয় প্রতিষ্ঠানকে প্রতিদিন ১ লাখ ইউরো করে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।
news24bd.tv/এমি-জান্নাত