‘একঘরে হয়ে যাবে ইসরাইল’

‘একঘরে হয়ে যাবে ইসরাইল’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অন্যায় আগ্রাসনের পক্ষে সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে আমেরিকা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি বলেছে, ইসরাইলের আগ্রাসী পদক্ষেপকে গ্রহণযোগ্য ও যৌক্তিক হিসেবে তুলে ধরার কোনো উপায় নেই ।

সংগঠনটি এক বিবৃতিতে একথা জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, আমেরিকার এ পদক্ষেপের কারণে বর্ণবাদী ইসরাইল আন্তর্জাতিক অঙ্গনে আরও একঘরে হয়ে পড়বে।

 

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে ইসরাইলবিরোধী আখ্যা দিয়ে আমেরিকা তা থেকে বেরিয়ে যাওয়ার পর হামাস এ প্রতিক্রিয়া জানাল।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসও মার্কিন পদক্ষেপকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন।

আমেরিকা ২০১৭ সালে ইসরাইলের অন্যায় তৎপরতার বিরুেদ্ধ প্রস্তাব পাস করার কারণে ইউনেস্কো থেকেও বেরিয়ে গেছে। আমেরিকা এ ধরনের পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করছে তাদের সরকার মূলত ইহুদিবাদীদের নিয়ন্ত্রিত এবং জনগণ ও মানবাধিকার তাদের কাছে কোনো গুরুত্বই রাখে না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর