গাজীপুরের টঙ্গীর মিলগেটের তুসুকা গার্মেন্টস সংলগ্ন এলাকায় তুলার গুদামে যে আগুন লাগে তা ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরার ৪টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত ৮টায় এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান।
তিনি জানান, আজ মঙ্গলবার রাত ৮টার দিকে মিলগেট এলাকার জনৈক বাশারের তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এ সংবাদ পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:
বসুন্ধরার কম্বল পেল শেরপুরের দরিদ্র মানুষ
বাণিজ্যমেলা চলবে কিনা জানা গেল
news24bd.tv তৌহিদ