এক সপ্তাহে নওগাঁয় কেজিতে চালের দাম বেড়েছে ৫ টাকা

বাবুল আখতার রানা, নওগাঁ

দেশের ধান-চালের সবচেয়ে বড় মোকাম নওগাঁ। এখানে এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম ৪ থেকে ৫ টাকা বেড়েছে। এতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।

চাল ব্যবসায়ীরা বলছেন, বাজারে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে।

আর মজুদদাররা যেন ধান মজুদ করতে না পারে সেদিকে সরকারের দৃষ্টি দিতে হবে।

দেশের সবচেয়ে বড় ধান ও চাল উৎপাদনকারী জেলা নওগাঁ। দেশের চালের চাহিদার সিংহভাগই মেটে এ জেলা থেকে। জেলার খুচরা বাজারে প্রতি কেজি চাল প্রকারভেদে ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

আর প্রতি বস্তায় বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত।

খুচরা ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে প্রতি কেজি সম্পাকাটারী ছিল ৬০ থেকে ৬২ টাকা দরে বর্তমানে তা ৬৪ থেকে ৬৫ টাকা।  জিরাশাইল ছিল প্রতি কেজি ৫৫ থেকে ৫৬ টাকা বর্তমানে সেটি ৫৮ থেকে ৬০ টাকা, স্বর্না-৫ ছিল প্রতি কেজি ৩৬ থেকে ৩৭ টাকা বর্তমানে সেটি ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে।

গত এক সপ্তাহে চালের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতারা।

ব্যবসায়ী নেতাদের অভিযোগ, বড় বড় ধান ব্যবসায়ী ও চালের আড়ৎদাররা বাজারে ধান ও চাল কিনে মজুদ করায় চালের দাম ঊর্ধ্বমুখী।
মকবুল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি, নওগাঁ পৌর ক্ষুদ্র চাল ব্যবসায়ী সমিতি।

নওগাঁ জেলায় ছোট-বড় মিলে ১২০০ চালকলে প্রতিদিন উৎপাদন হয় প্রায় দেড় হাজার মেট্রিক টন চাল।

আরও পড়ুন:

বসুন্ধরার কম্বল পেল শেরপুরের দরিদ্র মানুষ

বাণিজ্যমেলা চলবে কিনা জানা গেল

news24bd.tv তৌহিদ