ঘরোয়া ফুটবলে নতুনত্ব আনছে বসুন্ধরা কিংস

ফাইল ছবি

ঘরোয়া ফুটবলে নতুনত্ব আনছে বসুন্ধরা কিংস

নিজস্ব প্রতিবেদক

ঘরোয়া ফুটবলে নতুনত্ব আনছে বসুন্ধরা কিংস। আসছে পেশাদার লিগে তারা হোম ভেন্যু করতে চায় নিজেদের গড়া বসুন্ধরা মাল্টি স্পোর্টস কমপ্লেক্সে। এর আগে তারা হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছিল নীলফামারী ও কুমিল্লা স্টেডিয়ামে। এবার ফুটবল ইতিহাসে নিজেদের গড়া ক্রীড়া কমপ্লেক্সে ফুটবলে দেশ সেরা আসর খেলবে।

১২ ক্লাবের মধ্যে অংশ নেওয়া বসুন্ধরা কিংসের ১১ ম্যাচই হবে বসুন্ধরা মাল্টি স্পোর্টস কমপ্লেক্সে। অবশ্য এ ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। বসুন্ধরা কিংস তাদের হোম ভেন্যুর আপিল করেছে লিগ কমিটির কাছে।

বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেছেন, লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস হোম ভেন্যু হিসেবে বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের নাম প্রস্তাব দিয়েছে।

আমরা ভেন্যু যাচাই করে দেখব তা খেলার উপযোগী কিনা।  

তবে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘লিগের জন্য মাঠ পুরোপুরি প্রস্তুত। গ্যালারি অর্থাৎ দর্শক বসার কিছু কাজ আছে। তা আমরা লিগ শুরুর আগেই শেষ করব। চেয়ার বসানো হবে গ্যালারিতে। আশা করছি ১০ হাজার দর্শক ম্যাচ দেখতে পারবেন। বসুন্ধরা গ্রুপ মাল্টি ক্রীড়া কমপ্লেক্সের আওতাধীন ফুটবল ভেন্যুর নাম হবে বসুন্ধরা কিংস ফুটবল গ্রাউন্ড হিসেবে। আশা করি এ ভেন্যু হবে লিগের সবচেয়ে আকর্ষণীয়। ’

news24bd.tv/আলী