ফেসবুকে বন্ধুত্ব করে পার্সেল পাঠানোর প্রলোভনে প্রতারণা

প্রতীকী ছবি

৭ বিদেশি নাগরিকসহ আটক ৯

ফেসবুকে বন্ধুত্ব করে পার্সেল পাঠানোর প্রলোভনে প্রতারণা

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব করে পার্সেল পাঠানোর প্রলোভন দেখিয়ে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে বিপুল টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঢাকা থেকে সাত বিদেশি নাগরিকসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব।  

ঢাকার দক্ষিণখান, রূপনগর ও পল্লবী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব মিডিয়া সেন্টারের সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম।

তিনি বলেন, আটক ব্যক্তিদের মধ্যে সাত বিদেশি নাগরিক। তারা মূলত নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিক।

আরও পড়ুন: চট্টগ্রামে হত্যা মামলার আসামি জামিনে বেরিয়ে সাক্ষীকে খুন!

তিনি জানান, দীর্ঘদিন ধরে গিফট পাঠিয়ে প্রতারণা করে আসছিল এই চক্রটি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে।

দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে এএসপি সাজেদুল জানিয়েছেন।  

news24bd.tv/ কামরুল