নাটোরে পানিতে ডুবে ৪ ভাই-বোনের মৃত্যু

নাটোরে পানিতে ডুবে ৪ ভাই-বোনের মৃত্যু

নিউজ ২৪ ডেস্ক

নাটোর জেলার গুরুদাসপুরের বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলা গ্রামে পানিতে ডুবে চার ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

ওই শিশুরা হলো বাবলাতলা গ্রামের শিমুল মোল্লার মেয়ে সন্ধ্যা (৮) ও ছেলে রাব্বী (৪) এবং শিমুলের সহোদর মিন্টু মোল্লার মেয়ে মেঘলা (৭) ও রাব্বানী (৪)। বিকালে ওই চার শিশু একসঙ্গে খেলছিল।

সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় তাদের খুঁজতে থাকে স্বজনরা। এর এক পর্যায়ে রাত ৮টার দিকে বাড়ির পাশের ডোবায় একজনের লাশ ভাসতে দেখা যায়।

এরপর ডোবায় গ্রামের লোকজন খোঁজা শুরু করলে একে একে চার ভাইবোনের লাশ পাওয়া যায়। বিয়াঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি দিলিপ কুমার দাস বলেন, মৃত চার শিশু একই পরিবারের। তারা আপন চাচাতো ভাই-বোন।