সনদ জালিয়াতির মামলায় প্রধান শিক্ষক কারাগারে

প্রধান শিক্ষক খালিদ হাসান

সনদ জালিয়াতির মামলায় প্রধান শিক্ষক কারাগারে

নাসিম উদ্দীন • নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় সনদ জালিয়াতির মামলায় পাইলট স্কুলের প্রধান শিক্ষক খালিদ হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ (২০ জুন) দুপুরে নাটোর আদালতে হাজির হয়ে তিনি জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।  

জানা যায়, চলতি বছরের ২২ জানুয়ারি বাগাতিপাড়া থানায় শিক্ষক খালিদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্থানীয় সেকেন্দার রহমান নামে এক ব্যক্তি।  

অভিযোগে বলা হয়, বিএসএস ও বিএড সনদের মাধ্যমে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালিদ হোসেন ওই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।

একজন ট্রেড শাখার ইন্সট্রাক্টর হিসেবে কবে-কিভাবে-কখন খালিদ হোসেন নিয়োগ পান তা নিয়ে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এছাড়া প্রধান শিক্ষক হবার জন্য ন্যূনতম ১২ বছর শিক্ষকতার অভিজ্ঞতাও নেই খালিদের।

এ বিষয়ে তদন্ত দাবি করা হয় অভিযোগে। অভিযোগটি পরবর্তীতে মামলায় রূপান্তরিত হলে আদালত থেকে জামিন নেন খালিদ হোসেন।

আজ দুপুরে আদালতে হাজির হয়ে ফের জামিন চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।  

নাসিম/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর