পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ল ছাত্রলীগ নেতা!

সংগৃহীত ছবি

পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ল ছাত্রলীগ নেতা!

অনলাইন ডেস্ক

পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক ছাত্রলীগ নেতা। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ওই ছাত্রলীগ নেতার নাম আলতাবুর রহমান। সে শেকৃবি শাখা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হারুন-উর-রশিদ সুমন।

প্রক্টর হারুন-উর-রশিদ সুমন বলেন, কৃষি অনুষদের এগ্রিকালচারাল বোটানি বিভাগের ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার সময় আলতাবুর রহমানকে নকলসহ ধরেন। নকল করার দায়ে তাকে এক্সপেল করা হয়েছে। পরবর্তীতে এক্সাম কন্ট্রোলার তাকে শোকজ করবে।

৭ দিনের মধ্যে সে শোকজের জবাব দিবে তারপর পরীক্ষা শৃঙ্খলা কমিটিতে বিষয়টি উঠবে।

একই পরীক্ষায় সাবরিন আহমেদ শান্ত নামের আরেক শিক্ষার্থী ক্যালকুলেটরে লিখে নকল করার সময় ধরা পড়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন:


খাবার সামনে এলে যে দোয়া পড়তে হয়


এ ব্যাপারে শেকৃবির কৃষি অনুষদের ডিন পরিমল কান্তি বিশ্বাস বলেন, নকলসহ ধরা পড়লে তাকে ওই পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। পরে প্রশাসন বসে তার শাস্তি নির্ধারণ করে। আজকে কি শাস্তি দেওয়া হয়েছে জানি না। তবে নিয়ম অনুযায়ী যারা নকলসহ ধরেছে তাদের এবং প্রশাসনের সুপারিশ অনুযায়ী ভিসি তার শাস্তি অনুমোদন করবে।