খান লিটনের বই 'জগাখিঁচুরি'র মোড়ক উন্মোচন

​​​​খান লিটনের বই 'জগাখিঁচুরি'র মোড়ক উন্মোচন

খান লিটনের বই 'জগাখিঁচুরি'র মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

বাংলা একাডেমি কবি শামসুর রহমান হলে বুধবার সকাল দশটায় (১২জানুয়ারি) খান লিটনের 'জগাখিঁচুরি'র মোড়ক উন্মোচন ও গুনীজন সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ।

খান লিটন জার্মান প্রবাসী লেখক-সাংবাদিক ও জার্মান বাংলা প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি। তার একক সংবাদের ভিত্তিতে বইটি লেখা হয়েছে।

এ সময় খান লিটন বলেন, সংবাদ কখনও বাসী হয় না। প্রবাসীরা শুধু দেশের অর্থনীতির চাকাই সচল রাখেন না, তারা বাংলা সংস্কৃতি তুলে ধরেন বিশ্বময়।

অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আক্তারুজ্জামান।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাবির সাবেক ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর শফি আহমেদ তালুকদার, ঢাকা টেলিভিশনের চেয়্যারম্যান বীর মুক্তিযাদ্ধা আলতাফ মাহমুদ, সাবেক সংসদ সদস্য নাভানা আক্তার, সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল মোহাম্মদ আবুল হাশেম, সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এস এম নজরুল ইসলাম, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন ,বিশেষ আলোচক খান মাহবুবসহ আরও অনেকে।

খান লিটন বই জগাখিঁচুরি

জার্মান বাংলা প্রেস ক্লাব ও অস্ট্রেলিয়া জার্নালিস্ট এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করেছে এনএনসি। উপস্থাপনায় ছিলেন নিউজ টোয়েন্টিফোরের নিউজরুম এডিটর চন্দ্রানী চন্দ্রা এবং পিআইবি'র আফরোজা রিমা নাইস।  

আলহাজ্ব মাসুম বিল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে সহযোগীতায় ছিলেন, এনএনসির কর্মকর্তা লুৎফর রহমান ফাহিম, এমদাদুল হক ভূঁইয়া, মো. হুমায়ন কবির ভূঁইয়া।

news24bd.tv/ কামরুল