আমনের ভরা মৌসুমেও অস্থির চালের বাজার

নয়ন বড়ুয়া জয়

আমনের ভরা মৌসুমেও চট্টগ্রামে চাল সিন্ডিকেটের চালবাজিতে অস্থির চালের বাজার। বস্তাপ্রতি পাইকারিতে দুইশ টাকা বেড়ে যাওয়ায় খুচরা বাজারে ৫০ টাকার নিচে নেই কোনো চাল। উত্তরবঙ্গের চালের মোকামদারদের কারসাজির কারণে বাজারে পর্যাপ্ত চাল থাকলেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে অভিযোগ চট্টগ্রামের চাল ব্যবসায়ীদের।

আর জেলা প্রশাসন বলছেন চাল ব্যবসা এখন সিন্ডিকেটের হাতে।

তাদের খুঁজে মাঠে নেমেছে এক ম্যাজিস্ট্রেট।

ক’দিন আগেও চাল আমদানির খবরে চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোকাম পাহাড়তলী এবং চাক্তাই খাতুনগঞ্জে কিছুটা কমেছিলো সব ধরনের চালের দাম। এবার আমদানি চাল সংকটের অজুহাতে আবারো চালের দাম বাড়িয়ে বিক্রি করছে পাইকাররা।

চাল ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা চাল বাজারে আসলে কমবে চালের দাম।

পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে দামের বিশাল ফারাক থাকায় মহা বিপাকে ক্রেতারা।

চট্টগ্রামে খাদ্য নিয়ন্ত্রকরা বলছেন, চালের কোনো সংকট নেই। আমদানি করা চালও আছে বাজারে।

তবে জেলা প্রশাসনের তদারকিতেও উঠে এসেছে চট্টগ্রামের চাল ব্যবসায়ীদের সিন্ডিকেটের নাম। জেলা প্রশাসক বলছেন বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের খুঁজে মাঠে নেমেছে প্রশাসন।

শুধু পাইকারি বাজার নয় খুচরা বাজারেও প্রশাসনের কড়া তদারকি থাকলে চালের বাজার দ্রুত নিয়ন্ত্রণে আসবে এমন প্রত্যাশা ভোক্তাদের।

আরও পড়ুন:

‘কম্বলটা যে দিছে আল্লাহ যেনো তার ভালা করে’

‌‘তোমার পত্রিকার মালিক বায় হাজার বছর বাঁচুক’

বসুন্ধরার কম্বল পেল শেরপুরের দরিদ্র মানুষ

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক