এবারও পারলো না ভারত!

সংগৃহীত ছবি

এবারও পারলো না ভারত!

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের আশায় খেলতে নেমেছিলেন বিরাট কোহলিরা। তবে এবারেও হলো না। তিন টেস্টের সিরিজে প্রথম ম্যাচ জিতেছিল ভারত। তবে দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা।

কেপটাউনে তৃতীয় টেস্টে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা। ভারতের দেওয়া ২১২ রানের লক্ষ্য প্রায় দেড় হাতে রেখেই টপকেছে প্রোটিয়ারা। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কেগ্যান পিটারসেন। সিরিজসেরার পুরস্কারও জিতেন তিনি।

গতকাল কেপটাউন টেস্টের চতুর্থ দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৮ উইকেট। দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১১১ রান। কিন্তু প্রথম থেকেই ভারতীয় বোলারদের অনায়াসে খেলে ম্যাচটা জিতে নেয় প্রোটিয়ারা। চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার পক্ষে কিগ্যান পিটারসেন ৮২, ডুসেন ৪১, বাভুমা ৩২ ও ডীন এলগার ৩০ রান করেন।

দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনোই টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এবার কোহলির দল সেই অতৃপ্তি দূর করবে বলে আশা করেছিল ভারতীয় ক্রিকেটের সমর্থকরা। তবে সে আশা পূরণ হলো না। দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ নম্বরে নেমে গেল ভারত। চার নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে আছে শ্রীলঙ্কা। এরপর অস্ট্রেলিয়া ও পাকিস্তানের অবস্থান।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ২২৩/১০ (প্রথম ইনিংস)

দক্ষিণ আফ্রিকা ২১০/১০ (প্রথম ইনিংস)

ভারত ১৯৮/১০ (৬৭.৩ ওভার)
পান্ট ১০০*, কোহলি ২৯;
ইয়ানসেন ৪/৩৬, লুঙ্গি ৩/২১, রাবাদা ৩/৫৩।

দক্ষিণ আফ্রিকা ২১২/৩ (৬৩.৩ ওভার)
কীগান ৮২, র‍্যাসি ৪১*, বাভুমা ৩২*, এলগার ৩০, মারক্রাম ১৬;
শারদুল ১/২২, শামি ১/৪১।

দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।
ম্যাচ ও সিরিজসেরা : কিগ্যান পিটারসেন।

news24bd.tv/আলী