বিশ্বে একদিনে ৩০ লাখ ৫০ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত

বিশ্বে একদিনে ৩০ লাখ ৫০ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় বিশ্বে আবারও করোনায় ৩০ লাখ ৫০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। প্রাণহানি হয়েছে ৭ হাজার ৪০০ জনের। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা ৩২ কোটি ৩৮ লাখ ছাড়াল। আর মোট মৃত্যু ৫৫ লাখ ৪৬ হাজার ছাড়াল।

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৭ লাখ ৮ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। এছাড়া ১ হাজার ৯ শতাধিক প্রাণহানি হয়েছে। এদিকে,  একদিনে আড়াই লাখের বেশি শনাক্ত হয়েছে ভারতে।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হলে মারাত্মক অসুস্থ্য হওয়ার ঝুঁকি দ্বিগুণেরও বেশি বাড়িয়ে তোলে এমন একটি জিন খুঁজে পেয়েছেন পোল্যান্ডের বিজ্ঞানীরা।

এদিকে, ওমিক্রনে আক্রান্তদের চিকিৎসায় আরও দুটি ওষুধের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ওষুধগুলো হলো, বারিটিসিনিব এবং অপরটির নাম সট্রোভিম্যাব।

news24bd.tv রিমু