সুইডেনের সোশ্যাল ডেমোক্রেটিক প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার তার মুখপাত্র বিষয়টি জানিয়েছেন। খবর আল জাজিরার।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫৪ বছর বয়সী মাগডালেনা অ্যান্ডারসন ছাড়াও দলটির আরও কয়েকজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: বিশ্বে একদিনে ৩০ লাখ ৫০ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত
প্রধানমন্ত্রী আন্ডারসনের মুখপাত্র জানিয়েছেন, তিনি এখন চিকিৎসকদের নির্দেশনা মেনে চলছেন। তবে আইসোলেশনে থেকেই তিনি তার দায়িত্ব পালন করে যাবেন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আছেন।
চলতি সপ্তাহে সুইডেনে ব্যাপকহারে ওমিক্রন ছড়িয়ে পড়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
news24bd.tv রিমু