করোনাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চলছে অনেকে

 তালুকদার বিপ্লব

ওমিক্রন সংক্রমণের বিধিনিষেধের দ্বিতীয় দিনেও স্বাস্থ্যবিধি মানাতে তেমন কোন পদক্ষেপ ছিলো না রাজধানীর কোথাও। গণপরিবহন থেকে বাজার-ঘাট সব জায়গায় যেন করোনাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চলছেন অনেকে। তবে গ্রাহকদের স্বাস্থ্যবিধি নিশ্চিন্তে কিছু পদক্ষেপ রাখা হয়েছে রাজধানীর কিছু শপিংমলে।

করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১১ দফা বিধিনিষেধ এর দ্বিতীয় দিন।

গণপরিবহন থেকে শুরু করে বাজার-ঘাট, হোটেল-রেস্তোরাঁ, সব জায়গায় এদিনও ছিল নিয়ম না মানার হিড়িক। অনেকের কাছে মাস্ক ব্যবহারের কথা বলাটা যেন অপরাধ।

আরও পড়ুন: 

ভারতে রেকর্ড সংক্রমণ: গঙ্গাসাগরে স্নান সারলেন তিন লাখের বেশি

বিশ্বে একদিনে ৩০ লাখ ৫০ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত


বিধিনিষেধ উপেক্ষা করে কিছু গণপরিবহন অতিরিক্ত যাত্রী বহন করেছে। মাঠে এসব দেখার কেউ ছিলো না।

সরেজমিন ঘুরে দেখা যায়, এখনো টিকা নেননি কিংবা শুধু একটি টিকা নিয়েছে এমন মানুষের সংখ্যা কম নয়।

news24bd.tv রিমু