২১ ফেব্রুয়ারি থেকে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি ফের শুরু 

সংগৃহীত ছবি

২১ ফেব্রুয়ারি থেকে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি ফের শুরু 

অনলাইন ডেস্ক

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে ফের রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু হবে। মামলার বাদিপক্ষ গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল দাওদা জাল্লৌ শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মহামারির কারণে এতদিন মামলার কার্যক্রম অনেকটাই স্থবির ছিল। তবে মিয়ানমারের সামরিক বাহিনীকে আদালত নির্দেশ দিয়েছিলেন- প্রতি ৬ মাস পর পর যেন রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে আদালতে প্রতিবেদন জমা দেয় সেনাবাহিনী।

 

জাতিসংঘের পর্যবেক্ষক দল ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী তাদের প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমারে জাতিগতভাবে রোহিঙ্গাদের নির্মূল করতেই ২০১৭ সালে এই গণহত্যা চালিয়েছিল দেশটির সেনাবাহিনী।

আরও পড়ুন: 

ভারতে রেকর্ড সংক্রমণ: গঙ্গাসাগরে স্নান সারলেন তিন লাখের বেশি


উল্লেখ্য, ২০১৯ সালে  এই মামলার কার্যক্রম শুরু হলে, সে সময় আদালতে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী ও তৎকালীন স্টেট কাউন্সিলর অং সান সু চি। তবে বর্তমানে দেশের ক্ষমতা হারিয়ে কারাবন্দি থাকায় সু চির মনোনীত কোনো প্রতিনিধি এই মামলার শুনানির সময় তার পরিবর্তে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বাদিপক্ষ।

সূত্র: রয়টার্স

news24bd.tv রিমু