বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অস্ত্র ও গুলিসহ ৬ জলদস্যুকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১৪ জানুয়ারি) গভীর রাতে বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় তৈরি বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন:- নেজাম উদ্দিন (২২), মো. সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মো. সুজন (২৪), মো. মানিক (৩২) ও ওমর ফারুক (২১)।
কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বলেন, বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দস্যু। খবর পেয়ে ছদ্মবেশে র্যাবের একটি দল সাগরে অভিযান চালায়। এ সময় একটি ট্রলার থেকে তিনটি দেশীয় বন্দুক ও ১১ রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।